‘বরবাদ’ সিনেমায় বাবা চরিত্রে মিশা সওদাগর: ভিন্ন অভিজ্ঞতা, ভিন্ন প্রস্তুতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৪:২২ অপরাহ্ণ
‘বরবাদ’ সিনেমায় বাবা চরিত্রে মিশা সওদাগর: ভিন্ন অভিজ্ঞতা, ভিন্ন প্রস্তুতি

ঢাকাই চলচ্চিত্রে খলনায়ক হিসেবে সুপরিচিত মিশা সওদাগর এবার ভিন্ন এক চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। গেল ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ সিনেমায় তাকে দেখা গেছে শাকিব খানের বাবার চরিত্রে। শাকিব-মিশা জুটি বরাবরই জনপ্রিয়, তবে এবারই প্রথম তারা পর্দায় বাবা-ছেলের ভূমিকায় অভিনয় করলেন। এই চরিত্রটি নিয়ে শুরুতে দোটানায় ছিলেন মিশা, কারণ এতে ছিল ঝুঁকি, ছিল আবেগের গভীরতা। কিন্তু যুক্তরাষ্ট্রে ছয় মাস পরিবার নিয়ে সময় কাটানোর সুযোগে তিনি নিজেকে চরিত্রে ঢেলে গড়ে তুলেছিলেন।

তিনি জানান, চরিত্রটি ধারণ করতে তিনি পরিচালকের সঙ্গে বিশদ আলোচনা করেছেন, শাকিবের সঙ্গেও বোঝাপড়া গড়ে তুলেছেন। বাবার চরিত্রে ব্যর্থতা হলে সন্তানের ওপর তার প্রভাব পড়বে—এই চিন্তাই নাকি তার মাথায় ঘুরত বারবার। বাস্তব জীবনের অভিজ্ঞতা আর দীর্ঘ অভিনয়জীবনের প্র্যাকটিস কাজে লাগিয়ে তিনি চরিত্রটিকে প্রাণবন্ত করে তুলেছেন। মিশা বলেন, পর্দায় তার চোখের পানি ছিল একেবারে বাস্তব, গ্লিসারিন নয়। প্রতিটি দৃশ্যের আগে তিনি সময় নিয়ে নিজের আবেগ প্রস্তুত করতেন, যাতে চরিত্রের অভিব্যক্তি স্বাভাবিক থাকে।

‘বরবাদ’ সিনেমার গল্প শুনে তিনি মুগ্ধ হয়েছিলেন। গল্পে বাবা-ছেলের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও সম্পর্কের গভীরতা ছিল, যা তাকে বিশেষভাবে আকর্ষণ করে। এই চরিত্রে তিনি নিজের সীমা ভেঙে নতুন এক অভিজ্ঞতা অর্জন করেছেন বলে মনে করেন। এখন দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে চলমান সিনেমাটি নিয়ে তিনি আশাবাদী, এবং ডালাসে পরিবারের সঙ্গে বসে ছবি দেখার অপেক্ষায় রয়েছেন।