আওয়ামী লীগ নিষিদ্ধে নাহিদ ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, উপদেষ্টা পরিষদে থাকাকালে জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বিশেষভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে নাহিদ ইসলামের নিষ্ক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
বৃহস্পতিবার (১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশেদ খান লেখেন, “আসলে কি ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, না আওয়ামী লীগ নিষিদ্ধের ধোঁয়া তুলে রাজনীতি হবে?” তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে জামায়াতে ইসলামীকে নিয়ে স্বাধীনতা বিরোধী টার্ম কার্ড দেখিয়ে আওয়ামী লীগ ৫৩ বছর রাজনীতি করেছে। তিনি নাহিদ ইসলামের উদ্দেশ্যে প্রশ্ন করেন, “তিনি কি তার মেয়াদে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পদক্ষেপ নিয়েছেন? একবারের জন্যও কি জাতীয় সংলাপের উদ্যোগ নিয়েছেন?”
রাশেদ খান উল্লেখ করেন, “গণমাধ্যমের সংস্কারে কী কী পদক্ষেপ নিয়েছেন নাহিদ ইসলাম?” তিনি বলেন, যদিও বর্তমানে ক্ষমতায় থেকে নাহিদ ইসলাম যে কাজগুলো করতে পারতেন, তা এখন সম্ভব নয়, তবে তিনি মনে করেন, অন্য উপদেষ্টারা—আসিফ মাহমুদ ও মাহফুজ আলম—এখনও জাতীয় সংলাপের উদ্যোগ নিতে পারেন।
তিনি আরও বলেন, “যদি আ.লীগ নিষিদ্ধের জন্য কোনো জাতীয় সংলাপ না ডাকে, তাহলে বুঝে নিবো, আ.লীগ নিষিদ্ধের আওয়াজ তুলে তারা রাজনৈতিক চেতনা ব্যবসার রাজনীতি করতে চাচ্ছে।” তিনি শেষবারে বলেন, “গণহত্যাকারী দল আ.লীগকে নিষিদ্ধ করতে হবে, আর যদি না হয়, তাহলে এর সম্পূর্ণ দায় আপনাদের নিতে হবে।”
আপনার মতামত লিখুন