করিডোর ইস্যুতে তারেক রহমানের মন্তব্য: জনগণের সিদ্ধান্তেই হতে হবে জাতীয় স্বার্থের প্রশ্নে সিদ্ধান্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ
করিডোর ইস্যুতে তারেক রহমানের মন্তব্য: জনগণের সিদ্ধান্তেই হতে হবে জাতীয় স্বার্থের প্রশ্নে সিদ্ধান্ত

মিয়ানমার সীমান্তে করিডোর ইস্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণকে জানানো হয়নি এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনো আলোচনা করা হয়নি। তার মতে, করিডোর দেওয়ার মতো সিদ্ধান্ত জনগণের ইচ্ছা ও নির্বাচিত সরকারের মাধ্যমেই আসা উচিত।

বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে ঢাকার নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, গত দেড় দশকে দেশকে পরাধীনতার শেকলে বেঁধে রাখা হয়েছে। যদিও ফ্যাসিবাদের পতন হয়েছে, তবে এখনো জনগণের গণতান্ত্রিক অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।

তারেক রহমান বলেন, বর্তমান সরকার হয়তো বিশেষ পরিস্থিতির ফসল, কিন্তু তা জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বের বিকল্প নয়। কোনো একক ব্যক্তিকে অপরিহার্য মনে করা থেকেই স্বেচ্ছাচারিতা জন্ম নেয়। তাই প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কারের পর একটি সুনির্দিষ্ট রূপরেখা প্রকাশ করা উচিত।

তিনি আরও বলেন, বিদেশি স্বার্থ রক্ষা নয়—প্রথমে নিশ্চিত করতে হবে দেশের জনগণের স্বার্থ। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই বাংলাদেশকে কেউ তাবেদারি রাষ্ট্রে পরিণত করতে পারবে না। আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত, “সবার আগে বাংলাদেশ”।

এর আগে “মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক” এই স্লোগানে জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশ শুরু হয়। দুপুর ২টা ১০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কজুড়ে হাজারো শ্রমিকের উপস্থিতিতে সমাবেশটি এক জনসমুদ্রে পরিণত হয়।