খালেদা জিয়া ৪ বা ৫ মে দেশে ফিরতে পারেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ণ
খালেদা জিয়া ৪ বা ৫ মে দেশে ফিরতে পারেন

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আগামী ৪ বা ৫ মে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার। তিনি বলেন, প্রাথমিকভাবে ম্যাডামকে লন্ডন থেকে দেশে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে একটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা বিবেচনায় রেখে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে। তবে এয়ার অ্যাম্বুলেন্স নিশ্চিত করার বিষয়সহ অন্যান্য দিক বিবেচনায় এখনো চূড়ান্ত তারিখ বলা যাচ্ছে না। সবকিছু ঠিক থাকলে ৪ বা ৫ মে’র মধ্যে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে এবং সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।