পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক

চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করেছে দেশটির সরকার। ফলে এখন থেকে ভারতীয় দর্শকরা এই চ্যানেলটি দেখতে পারবেন না। চ্যানেলে প্রবেশ করার চেষ্টা করলেই একটি বার্তা দেখা যাচ্ছে, যেখানে বলা হচ্ছে—”জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সরকারি আদেশের কারণে এই কনটেন্ট ভারতে অনুপলব্ধ।”
চ্যানেলটি শুক্রবার (২ মে) ব্লক করা হয়েছে। এর আগে ২২ এপ্রিল জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৫ জন ভারতীয় ও একজন নেপালি পর্যটক নিহত হন। ওই হামলার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে।
হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত, ভিসা বাতিলসহ একাধিক কঠোর পদক্ষেপ নেয়। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের জন্য আকাশসীমা ও দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিতের মতো সিদ্ধান্ত গ্রহণ করে।
এ ঘটনার প্রেক্ষিতে ভারত এর আগে পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম যেমন ডন, জিইও নিউজ, এআরওয়াই নিউজ, বোল নিউজ এবং সাংবাদিকদের ইউটিউব চ্যানেলসহ মোট ১৬টি চ্যানেল ব্লক করেছিল। এসব চ্যানেলের সম্মিলিত সাবস্ক্রাইবার সংখ্যা ছিল প্রায় ৬ কোটি ৩০ লাখ।
ভারত ও পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে কূটনৈতিক ও ডিজিটাল যুদ্ধের আবহ বিরাজ করছে।
আপনার মতামত লিখুন