প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের অবদানের দাবি করে ছুটির নাম পরিবর্তনের প্রস্তাব ট্রাম্পের

প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র অন্য সব দেশের তুলনায় অনেক বেশি অবদান রেখেছে বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দাবির প্রেক্ষিতে তিনি দুটি জাতীয় ছুটির পুনঃনামকরণের প্রস্তাব দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প জানিয়েছেন, ৮ মে দিনটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘ভিক্টরি ডে’ এবং ১১ নভেম্বরকে প্রথম বিশ্বযুদ্ধের ‘ভিক্টরি ডে’ হিসেবে ঘোষণা করতে চান তিনি।
ইতিহাস অনুযায়ী, ১৯৪৫ সালের ৮ মে নাৎসি জার্মানি আনুষ্ঠানিকভাবে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে, যা ইউরোপে ‘ভিক্টরি ইন ইউরোপ ডে’ হিসেবে পালিত হয়ে আসছে। যদিও যুক্তরাষ্ট্রে দিনটি সরকারি ছুটি নয়, ইউরোপের মতো এতোটা গুরুত্ব দিয়েও উদযাপন করা হয় না। ট্রাম্প এই প্রেক্ষাপটে বলেন, যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ে সবচেয়ে বড় অবদান রেখেছে, কিন্তু সে অনুযায়ী যথাযথ উদযাপন করে না।
একইভাবে, ১১ নভেম্বর মূলত ‘আর্মিস্টিস ডে’ নামে পরিচিত ছিল, যা প্রথম বিশ্বযুদ্ধের অস্ত্রবিরতির স্মরণে চালু হয় এবং পরবর্তীতে ‘ভেটেরান্স ডে’ নামে পরিচিতি পায়। ট্রাম্প এই দিনটির নাম পুনঃনামকরণেরও আহ্বান জানান।
এছাড়া ট্রাম্প আরও অভিযোগ করেন, বর্তমান নেতৃত্ব জানে না কীভাবে জাতির গৌরব উদযাপন করতে হয়। তিনি বলেন, “আমরা আবার আমাদের বিজয় উদযাপন শুরু করব!”
যদিও এখন পর্যন্ত হোয়াইট হাউস থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নির্বাহী আদেশ বা ঘোষণা দেওয়া হয়নি, তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রীয় ছুটির নাম ও জাতীয় পরিচয় পুনঃনির্ধারণে আগ্রহ দেখা যাচ্ছে। এর আগে তিনি ‘ইনডিজেনাস পিপলস ডে’ পুনরায় ‘কলম্বাস ডে’ হিসেবে ফিরিয়ে আনার এবং ‘গালফ অব মেক্সিকো’কে ‘গালফ অব আমেরিকা’ নামে নামকরণের প্রস্তাবও দিয়েছেন।
আপনার মতামত লিখুন