যুক্তরাজ্যে ট্রান্সজেন্ডার নারী ক্রীড়াবিদদের নারীদের ফুটবলে নিষেধাজ্ঞা জারি

যুক্তরাজ্যে ট্রান্সজেন্ডার নারী ক্রীড়াবিদরা আর নারীদের সঙ্গে ফুটবলে প্রতিযোগিতা করতে পারবেন না বলে জানিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক রায়ের ভিত্তিতে, যেখানে বলা হয়েছে ‘নারী’ শব্দটি কেবল জৈবিক নারীদের বোঝায়, লিঙ্গ পরিবর্তনের পর গৃহীত পরিচয়কে নয়। এ সিদ্ধান্ত বৃহস্পতিবার (১ মে) থেকে কার্যকর হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের নারীদের খেলাধুলায় অংশগ্রহণ নিয়ে বিতর্ক চলছিল। অনেকেই দাবি করে আসছিলেন, এতে ন্যায্য প্রতিযোগিতা বাধাগ্রস্ত হয়। আদালতের রায়ের পর, ‘ফর উইমেন স্কটল্যান্ড’ নামের একটি সংগঠনের করা মামলার প্রেক্ষিতে এই নীতিগত পরিবর্তন এসেছে।
এফএ জানিয়েছে, ইংল্যান্ডে অপেশাদার পর্যায়ে খেলোয়াড়ের সংখ্যা লাখেরও বেশি হলেও নিবন্ধিত ট্রান্সজেন্ডার নারী খেলোয়াড়ের সংখ্যা ৩০ জনেরও কম। এদের কেউই বর্তমানে পেশাদার পর্যায়ে খেলার সঙ্গে যুক্ত নন। একই ধরনের ঘোষণা দিয়েছে স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশনও, যারা ‘হিজড়া নারী’ ক্রীড়াবিদদেরও নারীদের ফুটবল প্রতিযোগিতা থেকে বাদ দিয়েছে।
আপনার মতামত লিখুন