আন্তর্জাতিক জলসীমায় গাজাগামী ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ
আন্তর্জাতিক জলসীমায় গাজাগামী ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ

গাজায় ত্রাণ পৌঁছাতে যাওয়া একটি বেসামরিক জাহাজে আন্তর্জাতিক জলসীমায় ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ (এফএফসি) নামের একটি সংগঠন ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধ ভাঙার লক্ষ্যে এই ত্রাণবাহী জাহাজ পাঠিয়েছিল। সংগঠনটি জানিয়েছে, ইউরোপের মাল্টা উপকূলের কাছে জাহাজটি ইসরায়েলি সশস্ত্র ড্রোনের হামলার শিকার হয়।

শুক্রবার (২ মে) এক বিবৃতিতে এফএফসি জানায়, ড্রোনগুলো বেসামরিক, নিরস্ত্র জাহাজটির সামনের দিকে দুবার হামলা চালায়। এতে জাহাজে আগুন ধরে যায় এবং হালে বড় ধরনের ফাটল দেখা দেয়। ইসরায়েলি এই হামলাকে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেছে, অবরোধসহ এই হামলার জবাবদিহিতা নিশ্চিত করতে ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করতে হবে।

ড্রোন হামলার বিষয়ে এখনো ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। তবে এফএফসির একজন প্রতিনিধি নিকোল জেনেস আল জাজিরাকে বলেন, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ২৩ মিনিটে হামলার ফলে জাহাজের ইঞ্জিনে আগুন ধরে এবং একটি গর্ত তৈরি হয়। জাহাজে থাকা ৩০ জন তুর্কি ও আজারবাইজানের নাগরিক প্রাণপণ চেষ্টা চালিয়ে জাহাজটিকে ভাসিয়ে রাখেন।

ঘটনার পর মাল্টার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং তারা জাহাজটির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।