গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার গাড়িতে হামলা, আহত হয়েছেন হাসনাত আব্দুল্লাহ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫, ৪:৩৯ অপরাহ্ণ
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার গাড়িতে হামলা, আহত হয়েছেন হাসনাত আব্দুল্লাহ

গাজীপুরের চান্দনা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং তিনি আহত হন বলে জানিয়েছেন দলের অন্য নেতারা।

শনিবার (৪ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম লেখেন, ১০-১২ জন সন্ত্রাসী হাসনাতের গাড়িতে হামলা চালায়। হামলার ফলে তাঁর হাত রক্তাক্ত হয়। তিনি আশপাশের সকলকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে সহায়তার আহ্বান জানান।

এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসউদও একই তথ্য নিশ্চিত করে সামাজিক মাধ্যমে জানান, পরিস্থিতি গুরুতর এবং আশপাশের সবাইকে দ্রুত এগিয়ে আসার অনুরোধ করা হচ্ছে।

হামলার কারণ ও বিস্তারিত বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।