গাজায় হাসপাতাল বন্ধের হুমকিতে, জ্বালানির জন্য মরিয়া আবেদন—নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫২ হাজার

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫, ৮:১৬ অপরাহ্ণ
গাজায় হাসপাতাল বন্ধের হুমকিতে, জ্বালানির জন্য মরিয়া আবেদন—নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫২ হাজার

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একটি জরুরি বার্তায় জানিয়েছে, হাসপাতালগুলোতে জ্বালানি প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আগামী তিন দিনের মধ্যে নতুন জ্বালানি সরবরাহ না হলে, হাসপাতালগুলো বন্ধ হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়।

আল জাজিরার বরাতে জানা গেছে, কিছু জ্বালানি নির্দিষ্ট এলাকায় মজুদ থাকলেও, সাহায্যকারী সংস্থাগুলো সেই জ্বালানি প্রবেশ করাতে পারছে না। কারণ, ইসরায়েল এসব এলাকায় প্রবেশের অনুমতি দিচ্ছে না। ফলে চিকিৎসা সেবা কার্যত মুখ থুবড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এমন সংকটের মধ্যে গাজায় নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৪০ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ১২৫ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫২,৫৩৫ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১,১৮,৪৯১ জন।

বিশেষভাবে উল্লেখযোগ্য, গত ১৮ মার্চ একতরফাভাবে যুদ্ধবিরতি বাতিল করার পর থেকেই ইসরায়েলি হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে। এরপর থেকে এ পর্যন্ত ২,৪৩৬ জন নিহত এবং ৬,৪৫০ জন আহত হয়েছেন।

জ্বালানির অভাবে চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে গেলে এই মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো।