ইরানের মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড: আগুনে পুড়ল কারখানা ও গুদাম

ইরানের ধর্মীয় শহর হিসেবে পরিচিত মাশহাদে এক ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার, ৪ এপ্রিল এই ঘটনার পর স্থানীয় কিছু সংবাদমাধ্যম আগুনের ভয়াবহ ফুটেজ প্রকাশ করেছে, যা জনমনে আতঙ্ক ছড়িয়েছে।
মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে আগুনটি একটি মোটরসাইকেল কারখানা থেকে শুরু হয়। মাশহাদ ফায়ার সার্ভিসের প্রধান জানান, ঘটনাস্থলে চার হাজার বর্গমিটার জুড়ে থাকা টায়ার এবং কার্ডবোর্ডের গুদাম সম্পূর্ণরূপে আগুনে পুড়ে গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এখনও হতাহতের নির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করা যায়নি। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, সে সম্পর্কেও এখন পর্যন্ত কোনও পরিষ্কার তথ্য মেলেনি।
এর আগে ২৬ এপ্রিল, ইরানের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর শহর বন্দর আব্বাসে শহিদ রাজি বন্দরে ঘটে আরেকটি ভয়াবহ বিস্ফোরণ। ওই ঘটনায় বহু মানুষ নিহত হন এবং আহত হন কয়েকশ’ জন। এ বিস্ফোরণটি ছিল ইরানের অন্যতম বড় ও আধুনিক বন্দরের জন্য এক গভীর সংকটের মুহূর্ত।
তবে সে সময় ইরানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি জানিয়েছিলেন, ওই বিস্ফোরণে কোনো ধরনের নাশকতার প্রমাণ মেলেনি। কনটেইনারের ভেতরে থাকা রাসায়নিক পদার্থ থেকেই দুর্ঘটনাটি ঘটেছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হয়।
মাশহাদের সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা সেই ভয়াবহ বিস্ফোরণের স্মৃতি আবারও উসকে দিয়েছে এবং দেশটির শিল্প-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
আপনার মতামত লিখুন