টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক লিটন দাস, শান্তর স্থলাভিষিক্ত হয়ে নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫, ৮:৩৪ অপরাহ্ণ
টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক লিটন দাস, শান্তর স্থলাভিষিক্ত হয়ে নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব পরিবর্তন হয়েছে। নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পর নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। তিনি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের নেতৃত্বে থাকবেন।

গত বছরই শান্ত টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন এবং সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে লিটন দাসের অধিনায়কত্বে বাংলাদেশ ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে হোয়াইটওয়াশ করে।

রোববার (৪ মে) আসন্ন আরব আমিরাত ও পাকিস্তান সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সময় বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম আনুষ্ঠানিকভাবে লিটনের নেতৃত্বের বিষয়টি নিশ্চিত করেন।

নতুন দায়িত্ব পাওয়ায় লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন সদ্য সাবেক অধিনায়ক শান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে শান্ত লেখেন, “অভিনন্দন লিটন ভাই। আশা করছি, আপনার নেতৃত্বে টি-টোয়েন্টিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশ দল।”

লিটনের ডেপুটি হিসেবে এই দুই সিরিজের জন্য সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। বিসিবি জানিয়েছে, ভবিষ্যতে আরও কয়েকজনকে সহ-অধিনায়ক হিসেবে পরখ করা হবে।