দুদকের অনুসন্ধান: এনসিপি বহিষ্কৃত তানভীর ও দুই উপদেষ্টার সাবেক পিএস-পিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সাময়িক বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার সাবেক এপিএস ও পিওর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
রোববার (৪ মে) সাংবাদিকদের এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
সাবেক যুগ্ম সদস্যসচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, সচিবালয়ে প্রভাব খাটিয়ে প্রবেশ এবং ‘তদবির বাণিজ্য’ পরিচালনার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এনসিটিবির বই ছাপানোর সময়ও তিনি কমিশন বাণিজ্যে জড়িত থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
তানভীর সরকারে কোনো পদে না থাকলেও সচিবালয়ে প্রবেশের পাস সংগ্রহ করে নিয়মিত যাতায়াত করতেন এবং ‘তদবির বাণিজ্য’ চালাতেন বলে জানা গেছে।
এসব অভিযোগের ভিত্তিতে গত ২১ এপ্রিল গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িকভাবে বহিষ্কার করে এনসিপি। একইসঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের বিষয়ে কারণ দর্শানোর নোটিশও প্রদান করা হয়।
দুদকের অনুসন্ধানের প্রেক্ষাপটে গত সপ্তাহে বাংলাদেশ যুব অধিকার পরিষদ দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে দুদক কার্যালয়ের সামনে বিক্ষোভও করেছে। বর্তমানে এসব অভিযোগের ভিত্তিতে দুদক প্রকাশ্য অনুসন্ধানে নেমেছে।
আপনার মতামত লিখুন