পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ণ
পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল

সরকার পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে। ৭ মে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে পুলিশের বিভিন্ন স্তরের মোট ১৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। এর মধ্যে তিনজন ডিআইজিকে অতিরিক্ত আইজিপির (চলতি দায়িত্বে) পদে উন্নীত করা হয়েছে।

প্রথম প্রজ্ঞাপন অনুযায়ী, সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন শিল্পাঞ্চল পুলিশের মো. ছিবগাত উল্লাহ। তার স্থলাভিষিক্ত হয়ে শিল্পাঞ্চল পুলিশের নতুন প্রধান হচ্ছেন সিআইডির গাজী জসীম উদ্দিন। পুলিশ টেলিকম বিভাগের দায়িত্ব পেয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন। পুলিশ একাডেমি, সারদার নতুন প্রিন্সিপাল হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. তাওফিক মাহবুব চৌধুরী। এছাড়া, ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক এবং এসপিবিএনের ডিআইজি হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ সদর দপ্তরের ড. শোয়েব রিয়াজ আলম।

দ্বিতীয় প্রজ্ঞাপনে যাঁরা বদলি হয়েছেন তাদের মধ্যে রয়েছেন মো. ইকবাল (এবিপিএন-১২ অধিনায়ক), একেএম মোশাররফ হোসেন মিয়াজী (বিশেষ শাখা, অতিরিক্ত ডিআইজি), মো. আব্দুর রাজ্জাক (রংপুর আরআরএফ, অতিরিক্ত ডিআইজি), মোহাম্মদ হারুন-অর-রশিদ (এবিপিএন-৫ অধিনায়ক), মো. মিজানুর রহমান ও সৈয়দা জান্নাত আরা (রংপুর পিটিসি, অতিরিক্ত ডিআইজি), শামীমা আক্তার (অ্যান্টি টেরোরিজম ইউনিট, অতিরিক্ত ডিআইজি), মোহাম্মদ মোখলেছুর রহমান (খাগড়াছড়ি এবিপিএন বিশেষ ট্রেনিং সেন্টার), এবং এএইচএম আব্দুর রকিব (নোয়াখালী পিটিসি, অতিরিক্ত ডিআইজি)।

এছাড়া মঙ্গলবার জারি করা আরও একটি প্রজ্ঞাপনে পাঁচ কর্মকর্তাকে নতুন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়। পুলিশের বিশেষ শাখার ডিআইজি মো. সরওয়ার হয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ সদর দপ্তরের মো. আতিকুর রহমান এবং সারদা পুলিশ একাডেমির মোহাম্মদ এনামুল হক। হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হয়েছেন এসবি’র এএনএম সাজেদুর রহমান। পূর্বের আদেশ বাতিল করে পুনরায় বহাল রাখা হয়েছে ঢাকা রেঞ্জের পুলিশ সুপার আসলাম শাহজাদাকে।