ভারতের ‘অপারেশন সিঁদুরে’র জবাবে পাকিস্তানের প্রতিশোধমূলক পদক্ষেপের অনুমোদন

ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’ নামক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ‘সংশ্লিষ্ট পদক্ষেপ’ গ্রহণের জন্য সশস্ত্র বাহিনীকে অনুমোদন দিয়েছে পাকিস্তান। বুধবার প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)-র বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে ভারতের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানানো হয় এবং পাকিস্তানের সার্বভৌমত্বে আঘাতের প্রতিক্রিয়ায় প্রতিশোধ নেয়ার অধিকার দেশের রয়েছে বলে পুনর্ব্যক্ত করা হয়।
এনএসসির বিবৃতিতে জানানো হয়, সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের অধীনে পাকিস্তানের আত্মরক্ষার অধিকার রয়েছে। নিরীহ নাগরিকদের হত্যা এবং দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য পাকিস্তান তার ইচ্ছামতো সময় ও স্থানে প্রতিক্রিয়া জানাবে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে ভারত পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে। অন্যদিকে, পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেন, তাদের প্রতিরক্ষায় পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান এবং একটি কমব্যাট ড্রোন ভূপাতিত করেছে।
ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় এবং পাকিস্তানের সন্ত্রাসবাদে মদদের জবাব দিতেই ‘অপারেশন সিঁদুর’ পরিচালিত হয়েছে। দিল্লির সাউথব্লক থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, এটি ছিল একটি সীমিত, সংযত এবং উদ্দেশ্যমূলক সামরিক পদক্ষেপ।
আপনার মতামত লিখুন