রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ভারতীয় ড্রোন ভেঙে পড়া: সুস্থ আছেন নাহিদ-রিশাদ, অনিশ্চিত পিএসএল ম্যাচ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৪:৪৫ অপরাহ্ণ
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ভারতীয় ড্রোন ভেঙে পড়া: সুস্থ আছেন নাহিদ-রিশাদ, অনিশ্চিত পিএসএল ম্যাচ

কাশ্মীরের পেহেলগামে হামলার পর প্রতিশোধমূলকভাবে পাকিস্তানে ধারাবাহিক হামলা চালাচ্ছে ভারত। এমন পরিস্থিতিতে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পাশেই ভেঙে পড়ে একটি ভারতীয় ড্রোন। এতে অন্তত দুইজন আহত হয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনটি নজরদারি উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা করছে পুলিশ।

এই ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে পিএসএলকে ঘিরে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে বর্তমানে দেশটিতে অবস্থান করছেন দুই বাংলাদেশি ক্রিকেটার—নাহিদ রানা ও রিশাদ হোসেন। নাহিদ খেলছেন পেশোয়ার জালমির হয়ে, আর রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামছেন। ড্রোন ভেঙে পড়ার ঘটনার পরও তাঁরা দুজনই ভালো আছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রিশাদ সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে জানান, সব কিছু ঠিকঠাক আছে এবং তিনি প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন। পাশাপাশি নাহিদের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন ‘ভ্রাতৃত্ব’।

ড্রোনটি ভেঙে পড়ে স্টেডিয়ামের পাশে অবস্থিত একটি রেস্তোরাঁ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। ড্রোনটি কোথা থেকে এসেছে এবং এতে কোনো বিস্ফোরক ছিল কি না, সেটি যাচাই করে দেখা হচ্ছে।

এ ঘটনার প্রেক্ষিতে পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক ফরিদ খান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছে একটি ভারতীয় ড্রোন গাছে ধাক্কা মারে। অথচ স্টেডিয়ামটি পিএসএলের ম্যাচ আয়োজন করছে। ভারতের কাপুরুষোচিত কাজ এগুলো। আমরা ঐক্যবদ্ধ, পাকিস্তান জিন্দাবাদ।”

পিএসএল ২০২৫-এর ম্যাচ চলছিল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে, যা ১০ মে পর্যন্ত চলার কথা। কিন্তু বৃহস্পতিবার (৮ মে) অনুষ্ঠেয় পেশোয়ার জালমি বনাম করাচি কিংস ম্যাচটি অনিশ্চিত হয়ে পড়েছে। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে স্টেডিয়ামের আশেপাশের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে, যা দর্শকদের মধ্যে উৎকণ্ঠা বাড়িয়েছে।