আবদুল হামিদের বিদেশ গমন নিয়ে ব্যাখ্যায় আসিফ নজরুল, আওয়ামী লীগ নিষিদ্ধে আইনগত প্রস্তুতির ইঙ্গিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ণ
আবদুল হামিদের বিদেশ গমন নিয়ে ব্যাখ্যায় আসিফ নজরুল, আওয়ামী লীগ নিষিদ্ধে আইনগত প্রস্তুতির ইঙ্গিত

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। শুক্রবার (৯ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, খুনের মামলার আসামি আবদুল হামিদের দেশত্যাগে বাধা দেওয়ার দায়িত্ব পুলিশ ও গোয়েন্দা সংস্থার, যা আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত নয়।

আসিফ নজরুল বলেন, তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কিছু ব্যক্তি জঘন্য মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য ছড়াচ্ছে। তিনি স্পষ্ট করে জানান, আইন মন্ত্রণালয়ের অধীনে শুধু নিম্ন আদালতের বিচারকরা থাকেন—যাঁদের দায়িত্বের মধ্যে বিমানবন্দর পাহারা দেওয়া বা কাউকে বিদেশ গমনে বাধা দেওয়া পড়ে না।

আইন উপদেষ্টা জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার লক্ষ্যে আইসিটি আইনে সংগঠন নিষিদ্ধ করার বিধান যুক্ত করে আইন মন্ত্রণালয়ের খসড়া তিনি নিজেই উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপন করেছেন। তিনি প্রশ্ন তোলেন, “আমি যে খসড়া উত্থাপন করেছি, তা নিজেই বিরোধিতা করব—এটা কীভাবে সম্ভব?”

তিনি উপদেষ্টা পরিষদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিয়ে দোষারোপের প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান জানান। তার ভাষায়, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের দায়-দায়িত্ব সকল উপদেষ্টার, যদিও পদ্ধতি নিয়ে মতবিরোধ থাকতে পারে। তবে আওয়ামী লীগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পরিষদে কোনো মতভেদ নেই।

আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে তিনি আরও বলেন, প্রয়োজন হলে আইসিটি আইন কয়েক দিনের মধ্যে সংশোধন করা সম্ভব। এছাড়া সন্ত্রাস দমন আইনসহ অন্য আইনও রয়েছে, যার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সম্মতি বা বিচারিক আদালতের রায় পেলে আইনানুগভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব। তিনি জানান, তারা সেই প্রত্যাশায় আছেন।