জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা, যমুনা এলাকায় নিষেধাজ্ঞা জারি

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫, ২:৫২ অপরাহ্ণ
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা, যমুনা এলাকায় নিষেধাজ্ঞা জারি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জরুরি বৈঠক ডেকেছেন। শনিবার (১০ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করলেও বৈঠকে ঠিক কোন বিষয় আলোচিত হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এখনো পর্যন্ত বৈঠকের সময় ও স্থান গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবির মতো বিষয়গুলো এই বৈঠকে আলোচনায় আসতে পারে।

এদিকে, যমুনা এলাকার নিরাপত্তা জোরদার করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যমুনা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও বাংলাদেশ সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং গণজমায়েত নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।