অনলাইনেও নিষিদ্ধ আওয়ামী লীগ: পদক্ষেপ নেবে বিটিআরসি

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫, ৩:০৬ অপরাহ্ণ
অনলাইনেও নিষিদ্ধ আওয়ামী লীগ: পদক্ষেপ নেবে বিটিআরসি

জুলাই ঐক্য এবং সংশ্লিষ্ট আন্দোলনের ধারাবাহিক চাপের মুখে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, শুধু সড়ক কিংবা সভা-সমাবেশ নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেও দলটির উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে।

রোববার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানান, সরকারের চূড়ান্ত পরিপত্র জারি হওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ফেসবুকসহ অনলাইন প্ল্যাটফর্মগুলোতে দলটির পেজ ও ডিজিটাল কার্যক্রম বন্ধে উদ্যোগ নেবে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত পরিপত্র আকারে পাওয়ার অপেক্ষায় আছি। এটি পাওয়ার পর বিটিআরসির মাধ্যমে মেটাসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। এতে নিষেধাজ্ঞার কার্যকারিতা দ্রুত নিশ্চিত করা সম্ভব হবে।”

উল্লেখ্য, ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামে দলটির একটি ভেরিফায়েড পেজ রয়েছে, যার ফলোয়ার সংখ্যা প্রায় ৪০ লাখ। গত শনিবার রাতে কার্যক্রম নিষিদ্ধের ঘোষণার পরপরই ঐ পেজে প্রতিবাদমূলক পোস্ট দেওয়া হয় এবং পরবর্তীতে একটি আনুষ্ঠানিক বিবৃতি শেয়ার করা হয়। এরপরও পেজটি থেকে নিয়মিত পোস্ট চালিয়ে যাওয়া হয়, যা নিষেধাজ্ঞা কার্যকরের প্রেক্ষাপটে বিতর্ক সৃষ্টি করেছে।

আপাতত সরকারের পরিপত্র জারির অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপরই অনলাইনেও কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়বে দেশের অন্যতম বড় এই রাজনৈতিক দলটির কার্যক্রম।