ঢাকার মূল সড়কে রিকশা চলবে না: ডিএনসিসি প্রশাসক
ঢাকার মূল সড়কে কোনো রিকশা চলতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি জানান, এখন থেকে রিকশা চলবে শুধু অভ্যন্তরীণ সড়কে। পাশাপাশি অবৈধ ব্যাটারিচালিত রিকশা বন্ধে কঠোর অভিযান চালানো হচ্ছে।
মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আসাদগেট এলাকায় অবৈধ ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ডিএমপি ও ডিএনসিসির যৌথ অভিযানে মূল সড়ক থেকে প্রায় ৩০টি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়।
প্রশাসক বলেন, এক সমীক্ষায় দেখা গেছে, ঢাকার সড়কে ঘটনার প্রায় ২০ শতাংশই ঘটছে এই অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত রিকশার কারণে, যার ফলে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে। এসব রিকশা কোনো নিরাপত্তা নীতিমালা অনুসরণ না করে তৈরি হওয়ায় প্রায়ই পথচারীদের ওপর উঠে যাচ্ছে এবং দুর্ঘটনা ঘটাচ্ছে।
তিনি আরও জানান, দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকার ইতোমধ্যে বুয়েটের সহায়তায় নিরাপদ ব্যাটারিচালিত রিকশার নকশা তৈরি করেছে। কয়েকটি কোম্পানিকে অনুমোদিত সেই নকশা অনুযায়ী রিকশা প্রস্তুতের অনুমতিও দেওয়া হয়েছে।
ডিএনসিসি এই মাসেই রিকশাচালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে এবং যারা প্রশিক্ষণে উত্তীর্ণ হবে, তাদেরকেই বৈধ লাইসেন্স দেওয়া হবে। শুধু অনুমোদিত কোম্পানির তৈরি রিকশাই নির্ধারিত এলাকায় চালানো যাবে। একটি এলাকার রিকশা অন্য এলাকায় চালানো যাবে না এবং যাত্রীদের সুবিধার্থে ভাড়াও নির্ধারিত থাকবে।
তিনি বলেন, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একটি লাইসেন্স দেওয়া হবে, যেন একাধিক রিকশা পরিচালনার মাধ্যমে অবৈধ বাণিজ্য বন্ধ করা যায়। এ অভিযানে ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন