ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য ১০টি বিশেষ ট্রেন চালু করবে রেলওয়ে
আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে বাংলাদেশ রেলওয়ে ১০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এ তথ্য জানান। রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় তিনি জানান, ঈদের আগে ও পরে মোট ৯ দিন এই ট্রেনগুলো চলবে। এসব বিশেষ ট্রেনের পাশাপাশি নিয়মিত আন্তঃনগর ট্রেনগুলোও চলবে পূর্বের নিয়মে।
বিশেষ ট্রেনগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম-চাঁদপুর রুটে চলাচলকারী ‘চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২’। ট্রেন দুটি ৪ থেকে ৬ জুন এবং ৯ থেকে ১৪ জুন পর্যন্ত চলবে। প্রথম ট্রেনটি চট্টগ্রাম থেকে দুপুর ৩টা ২০ মিনিটে ছেড়ে চাঁদপুর পৌঁছাবে রাত ৮টা ১৫ মিনিটে। অন্যদিকে, দ্বিতীয় ট্রেনটি চাঁদপুর থেকে রাত সাড়ে ৩টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮টা ১০ মিনিটে।
ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে চলবে ‘তিস্তা ঈদ স্পেশাল-৩ ও ৪’। একই সময়ে চলাচলকারী এ ট্রেনগুলোর মধ্যে একটি ঢাকা থেকে সকাল ৯টা ৩০ মিনিটে ছেড়ে দুপুর ৩টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে। অপরটি দেওয়ানগঞ্জ থেকে বিকেল ৪টা ৩০ মিনিটে ছেড়ে রাত ১০টা ১৫ মিনিটে ঢাকা পৌঁছাবে।
ঈদের দিন বিশেষভাবে কিশোরগঞ্জগামী যাত্রীদের সুবিধার্থে চালু থাকবে শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ও ৬, যা ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে চলবে। একটি ট্রেন ভোর ৬টায় ভৈরববাজার থেকে ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে এবং অপরটি দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে দুপুর ২টায় ভৈরববাজার পৌঁছাবে।
একইভাবে ঈদের দিন ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে চালু থাকবে শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ও ৮। প্রথম ট্রেনটি ময়মনসিংহ থেকে ভোর ৫টা ৪৫ মিনিটে ছেড়ে সকাল ৮টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ পৌঁছাবে। দ্বিতীয়টি দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে বিকেল ৩টায় ময়মনসিংহ পৌঁছাবে।
জয়দেবপুর-পার্বতীপুর রুটে চলবে ‘পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০’। ঈদের আগে ৪-৬ জুন এবং পরে ৯-১৪ জুন পর্যন্ত ট্রেন দুটি চলবে। ঈদের আগে, ৯ নম্বর ট্রেনটি জয়দেবপুর থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে রাত ২টা ৩০ মিনিটে পার্বতীপুর পৌঁছাবে। অন্যদিকে, ১০ নম্বর ট্রেনটি পার্বতীপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে দুপুর ২টা ২০ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে। ঈদের পর এই দুটি ট্রেনের সময়সূচি পরিবর্তিত হবে; ৯ নম্বর ট্রেন সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে দুপুর ২টা ৫০ মিনিটে পার্বতীপুর পৌঁছাবে এবং ১০ নম্বর ট্রেন রাত ১০টা ২০ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে ভোর ৫টা ৪৫ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে।
এই বিশেষ ট্রেনগুলো ঈদযাত্রায় সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন