জননিরাপত্তায় সেনাবাহিনীর হেল্পলাইন: হালনাগাদ নম্বর প্রকাশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ২:৪৪ অপরাহ্ণ
জননিরাপত্তায় সেনাবাহিনীর হেল্পলাইন: হালনাগাদ নম্বর প্রকাশ

ঢাকা ও আশপাশের এলাকায় জননিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রম আরও সহজ ও কার্যকর করতে নিকটস্থ সেনা ক্যাম্পের সঙ্গে জনসাধারণের যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যে হালনাগাদ মোবাইল নম্বর প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (১৩ মে) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়েছে, রাজধানী ঢাকা এবং এর আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন হলে সংশ্লিষ্ট এলাকার জন্য নির্ধারিত আপডেটেড নম্বরগুলোতে যোগাযোগ করতে হবে। গাজীপুর, নারায়ণগঞ্জ, সোনারগাঁও, ডেমরা, রমনা, মতিঝিল, সাভার, আশুলিয়া, ফরিদপুর, নরসিংদী, মুন্সীগঞ্জ, শাহবাগ, যাত্রাবাড়ী, মিরপুর, উত্তরা, গুলশান, বনানী, খিলগাঁও, রামপুরা, ক্যান্টনমেন্ট, ধানমণ্ডি, মোহাম্মদপুর, তেজগাঁও, চকবাজারসহ রাজধানীর প্রায় সব থানা এলাকার জন্য নির্দিষ্ট করে একাধিক নম্বর দেওয়া হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে এবং যেকোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে সাধারণ জনগণকে দ্রুততম সময়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।