এনবিআর বিলুপ্ত, রাজস্ব খাত ভাগ: তিন দিনের কলম বিরতিতে কর্মকর্তা-কর্মচারীরা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল সোমবার (১২ মে) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর হয়।
এর প্রতিবাদে এনবিআরের অধীনস্থ সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা আজ (১৩ মে) থেকে তিন দিনের কলম বিরতির ঘোষণা দিয়েছেন। এনবিআরের যুগ্ম কর কমিশনার সাধন কুমার কুন্ডু জানান, ১৪, ১৫ ও ১৭ মে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা, বাজেট ও রপ্তানি কার্যক্রম চালু থাকবে।
তিনি বলেন, “পরামর্শক কমিটির প্রতিবেদনটি প্রকাশ না করে, কোনো অংশীজনের সঙ্গে আলোচনা না করেই এ অধ্যাদেশ জারি করা হয়েছে। আমাদের মতামত উপেক্ষা করে অনেকটা গোপনীয়ভাবে এটি কার্যকর করা হয়েছে।” ১৭ মে বিকেল ৩টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
অবস্থান কর্মসূচিতে কাস্টমসের অতিরিক্ত কমিশনার মোনালিসা শারমীন সুস্মিতা বলেন, “জারি হওয়া অধ্যাদেশে কাস্টমস ও ট্যাক্স সার্ভিসের কর্মকর্তাদের মতামত প্রতিফলিত হয়নি। আমাদের চাওয়া বা বাস্তবতা এতে উপেক্ষিত হয়েছে।”
বিকেল সোয়া ৪টার দিকে এনবিআর ভবনে উপস্থিত হন সংস্থার চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। এ সময় অবস্থান কর্মসূচিতে থাকা কর্মকর্তা-কর্মচারীরা তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। পরে তিনি কার্যালয় ত্যাগ করেন।
নতুন অধ্যাদেশ অনুযায়ী, দীর্ঘদিনের রাজস্ব সংস্থা এনবিআরের অস্তিত্ব এখন আর থাকছে না। রাজস্ব খাত এখন থেকে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ —এই দুটি বিভাগে পরিচালিত হবে।
এই পরিবর্তনে কাস্টমস ও আয়কর ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, এই অধ্যাদেশের মাধ্যমে রাজস্ব খাতের স্বাধীনতা না রেখে ক্ষমতা প্রশাসন ক্যাডারের হাতে তুলে দেওয়া হয়েছে। অধ্যাদেশের খসড়া পর্যায় থেকেই তারা আপত্তি জানিয়ে আসলেও সরকার তা উপেক্ষা করেছে। চূড়ান্ত অধ্যাদেশে কেবল রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে।
আপনার মতামত লিখুন