রিজভী সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে বললেন, স্বাস্থ্যখাতে উদ্যোগ নিতে হবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫, ৫:০৪ অপরাহ্ণ
রিজভী সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে বললেন, স্বাস্থ্যখাতে উদ্যোগ নিতে হবে

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে সোমবার (১২ মে) আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেছেন, “অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন, না হলে বিপদ হতে পারে।” তিনি এসময় আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নেয়ার পরামর্শ দেন এবং সরকারের উদ্দেশ্যে স্বাস্থ্য, শিক্ষা ও ওয়েলফেয়ার খাতে সঠিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

রিজভী বলেন, “ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন মহীয়সী নারী ছিলেন, যিনি ধনী পরিবার ছাড়িয়ে সমাজকল্যাণে নিজেকে উৎসর্গ করেন এবং নার্সিং পেশা চালু করেন।” তিনি আরো বলেন, “আমাদের দেশে নার্সদের সামাজিক অবস্থান অত্যন্ত নিম্ন, তাদের প্রতি বৈষম্য চলে, এমনকি নার্সদের আবাসন সুবিধাও নেই।”

তিনি বলেন, “যে দেশে মানুষের উন্নতি হয় না, সে দেশ কখনো এগিয়ে যেতে পারে না। আমাদের দেশে স্বাস্থ্যখাতে বিনিয়োগের অভাব এবং লুটপাট ও পাচার হওয়া টাকার অর্ধেক স্বাস্থ্যখাতে ব্যয় হলে দেশ উন্নতি লাভ করতে পারতো।”

রিজভী আরো বলেন, “এখন পর্যন্ত স্বাস্থ্যখাতের উন্নতি হয়নি, অথচ স্বাস্থ্যখাতে ঠিকমতো বিনিয়োগ না করার কারণে মানুষ চিকিৎসার জন্য ভারত যাচ্ছে, আর সেই টাকা তাদের পেছনে চলে যাচ্ছে। যদি এই টাকা আমাদের নার্স-ডাক্তারদের পেছনে খরচ করা হতো, তাহলে দেশের মধ্যে চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়ে যেত এবং আর ভারতের দিকে যাওয়ার প্রয়োজন পড়ত না।”

তিনি সরকারকে সতর্ক করে বলেন, “আপনারা যদি শিক্ষা, স্বাস্থ্যখাত ও ওয়েলফেয়ার খাতে সঠিক উদ্যোগ না নেন, তাহলে বিপদ হতে পারে।”

আলোচনা সভায় বিএনপির অন্যান্য নেতারাও বক্তব্য দেন, যার মধ্যে রফিকুল ইসলাম, কাদের গণি চৌধুরী, আব্দুস সাত্তার পাটোয়ারী, এবং ছাত্রদলের সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়াল উপস্থিত ছিলেন।