‘বাংলাদেশে পাকিস্তানপন্থি কিছু নেই’—হেফাজতে ইসলাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫, ৫:১৬ অপরাহ্ণ
‘বাংলাদেশে পাকিস্তানপন্থি কিছু নেই’—হেফাজতে ইসলাম

হেফাজতে ইসলাম বাংলাদেশ মন্তব্য করেছে, দেশে ‘পাকিস্তানপন্থি’ বলে কিছু নেই। সংগঠনটি দাবি করেছে, বর্তমান সময়ে ভিন্নমতাবলম্বীদের ‘পাকিস্তানপন্থি’ হিসেবে চিহ্নিত করার অর্থ হল ভারতীয় ন্যারেটিভের পুনরুজ্জীবন ঘটানো। সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী মঙ্গলবার (১৩ মে) এক বিবৃতিতে এই কথা বলেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “ইন্ডিয়ান মিডিয়া প্রায়ই বাংলাদেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদকারী ছাত্র-জনতাকে ‘পাকিস্তানপন্থি’ বলে ফ্রেমিং করে। এই মুহূর্তে ভিন্নমতাবলম্বীদের ‘পাকিস্তানপন্থি’ ট্যাগ দেওয়ার মানে হল ভারতীয় ন্যারেটিভ এ দেশে পুনরুজ্জীবিত করার প্রয়াস।” তিনি আরো বলেন, “এ ধরনের ভারতীয় রেটোরিক ব্যবহারের মাধ্যমে প্রতিপক্ষকে দমন ও হত্যা করার কাজটি আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে দেখেছি।”

আজিজুল হক বলেন, “আমরা চাই না যে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ-উত্তর বাংলাদেশে আবারও আত্মঘাতী পশ্চাদমুখী রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে হোক।” তিনি সতর্ক করেন, “এখনকার যেকোনো ভারতীয় রেটোরিকের চর্চা জুলাই ঐক্যকে বিভক্ত করতে পারে এবং ভারতীয় আধিপত্যবাদকে সুযোগ দিতে পারে।”

তিনি আরো উল্লেখ করেন, “ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের আলেম-ওলামা ও মুসলমানরা সবসময় জুলুম ও আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে এবং একাত্তরের মুক্তিযুদ্ধের পর ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম চলেছে।”

আজিজুল হক জানান, “সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশের ইতিহাস আমাদের সংগ্রামী ইতিহাস এবং জাতীয় আত্মপরিচয়ের ভিত্তি। এ ইতিহাসগুলোকে আমাদের একত্রিতভাবে ধারণ করতে হবে এবং ভারতীয় মুসলিমবিদ্বেষী ন্যারেটিভ মোকাবেলা করতে হবে।”

তিনি শেষ করেন, “ফ্যাসিবাদী শাসনামলে ভারতীয় রেটোরিকের মাধ্যমে এদেশের ইসলামপন্থী নেতাদের ওপর বিচারিক হত্যাকাণ্ড চালানো হয়েছিল। এটি আর কখনো হতে দেয়া যাবে না। বাংলাদেশপন্থি শক্তিশালী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে, আমরা ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।”