ভারতের উদ্বেগ: আওয়ামী লীগের রাজনৈতিক নিষিদ্ধকরণে প্রতিক্রিয়া

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানান, কোনো উপযুক্ত প্রক্রিয়া অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা একটি গুরুতর ও উদ্বেগজনক বিষয়। তিনি বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর যেভাবে সংকুচিত হয়ে আসছে, তা নিয়ে ভারত, একটি গণতান্ত্রিক দেশ হিসেবে, স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন।
রণধীর জয়সওয়াল আরও বলেন, বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ভারত দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে। উল্লেখযোগ্য যে, গত অগাস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই ভারত বারবার একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে।
এদিকে, অন্তর্বর্তী সরকার সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অধীনস্থ সব অঙ্গসংগঠন, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত এইসব সংগঠনের যেকোনো ধরনের প্রচারণা, গণমাধ্যমে প্রকাশনা, অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম, মিছিল, সভা-সমাবেশ ও সম্মেলন আয়োজন নিষিদ্ধ থাকবে।
আপনার মতামত লিখুন