কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৩:৪২ অপরাহ্ণ
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ

কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম হালিমকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সময় সংঘটিত হামলার দুটি হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার বেলা ১২টায় জামিন নেওয়ার চেষ্টা করলেও কুষ্টিয়া সদর আমলী আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

আব্দুল আলিম হালিম চকরাজাপুর গ্রামের হাচেন আলীর ছেলে এবং কুষ্টিয়া হাই স্কুলের ক্রীড়া শিক্ষক। তিনি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বহিষ্কৃত নেতা হিসেবে পরিচিত। গত আগস্ট মাসে কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সময় হালিম ও তার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনায় কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। ওই ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়।

কুষ্টিয়া মডেল থানায় দায়ের হওয়া মামলায় হালিম ৫০ নম্বর আসামি এবং আরেক মামলায় ৩৮ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে। আদালতের নির্দেশে বর্তমানে হালিমকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।