চুয়াডাঙ্গায় আম সংগ্রহের মৌসুম শুরু, ১৫০ কোটি টাকার বেচাকেনার আশা

চুয়াডাঙ্গায় শুরু হয়েছে আম সংগ্রহের মৌসুম। চলতি বছর জেলায় আমচাষি ও ব্যবসায়ীরা প্রায় ১৫০ কোটি টাকার বেচাকেনার আশা করছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা শহরের মহলদার আম্রকাননে গাছ থেকে আম পেড়ে মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, সহকারী পরিচালক দেবাশীষ কুমার দাস, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফসহ অন্যান্য অতিথিরা।
জেলা প্রশাসক জানান, এবার আমের উৎপাদন ও গুণগত মান ভালো হওয়ায় চাষি ও ব্যবসায়ীদের মাঝে আশাবাদী ভাব রয়েছে। চলমান তীব্র গরমের কারণে পূর্ব নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা আগে আম সংগ্রহ শুরু করতে হয়েছে। চুয়াডাঙ্গা জেলায় এ বছর ২,৩০০ হেক্টর জমিতে প্রায় ৩৫,০০০ মেট্রিক টন আম উৎপাদিত হয়েছে। মৌসুমের শুরুতেই গুটি ও বোম্বাই জাতের আম ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কৃষি বিভাগ আশাবাদী, মৌসুম শেষে আম বেচাকেনার পরিমাণ ১৫০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
এতে কৃষকরা যেমন অর্থনৈতিকভাবে লাভবান হবেন, তেমনি দেশের বাজারেও চুয়াডাঙ্গার আমের সুনাম আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন