বরিশালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার হত্যার প্রতিবাদে ব্রজমোহন কলেজে অবস্থান কর্মসূচি
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৫:১১ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বরিশালের ব্রজমোহন কলেজে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ছাত্রদল অবস্থান কর্মসূচি পালন করেছে।
কর্মসূচির সময় কলেজের সামনে সড়কে অবস্থান নেন অংশগ্রহণকারীরা। তারা মানববন্ধন করেন এবং কালো ব্যাজ ধারণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল নেতাকে প্রকাশ্যে হত্যা মেনে নেওয়া যায় না। এই ঘটনা বর্তমান সরকারের অধীনে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির পরিচায়ক।”
তারা আরও বলেন, “সাম্য হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দেশের রাজনৈতিক হত্যাকাণ্ড বন্ধ না হলে ছাত্রদল বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।”
কর্মসূচির নেতৃত্ব দেন ব্রজমোহন কলেজ ছাত্রদলের আহ্বায়ক বাবর খালেদ।
আপনার মতামত লিখুন