নাটোরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারকে সঞ্চয়পত্র প্রদান
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৫:৩৩ অপরাহ্ণ

নাটোর জেলার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছয় পরিবারের প্রত্যেককে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সঞ্চয়পত্র হস্তান্তর করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারীরা আমাদের দেশ ও জাতিকে নতুন পথের দিশা দিয়েছেন। আমরা তাদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করি। সরকার এসব শহীদ পরিবারের পাশে সবসময় থাকবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত।
আপনার মতামত লিখুন