চট্টগ্রাম সিটির সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫, ৫:৩৮ অপরাহ্ণ
চট্টগ্রাম সিটির সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরী গ্রেপ্তার

শনিবার (১৭ মে) দুপুরে বিদেশ যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হাটহাজারী) কাজী মো. তারেক আজিজ জানান, তার বিরুদ্ধে পল্টন থানায় মামলা রয়েছে এবং হাটহাজারীতে তিনটি মামলা দায়ের আছে, যা ভিত্তিতে তাকে চট্টগ্রামে নেয়া হবে।

তৌফিকের বিরুদ্ধে হত্যার অভিযোগ
২০১৮ সালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যুবলীগ কর্মী নুরে এলাহী হত্যার মামলায় তৌফিকের বিরুদ্ধে চার পৃষ্ঠার অভিযোগপত্র আদালতে জমা দেয়। অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ৫ মে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় তৌফিক একটি পিস্তল দেখিয়ে গুলি ছুড়লে নুরে এলাহী গুলিবিদ্ধ হন এবং পরে মারা যান। ওই ঘটনার পর তৌফিক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।