সাইবার নিরাপত্তায় সরকার বদ্ধপরিকর, নারীদের জন্য বিশেষ গুরুত্ব
ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫, ৫:৪২ অপরাহ্ণ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সাইবার নিরাপত্তা সরকারের প্রধান দায়িত্ব, বিশেষ করে নারীদের সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে তথ্য প্রযুক্তি বিভাগকে গুরুত্ব দিতে হবে। তিনি ইন্টারনেটের দাম কমানোর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয় ডিজিটাল প্রক্রিয়ায় দুর্নীতি রোধ করে সেবা সহজ করবে বলেও জানান।
বিশ্ব টেলিযোগাযোগ দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হ্যাকাথন বিজয়ীদের পুরস্কার প্রদান ও নতুন টেলিকম সেবা উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে সরকারি উর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন