জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার দায়িত্ব কেবল কমিশনের নয়: আলী রীয়াজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ণ
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার দায়িত্ব কেবল কমিশনের নয়: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার কাজ শুধুমাত্র কমিশনের দায়িত্ব নয়, এটি রাজনৈতিক দল, সিভিল সোসাইটি ও অন্যান্য রাজনৈতিক শক্তির দায়িত্বও। রোববার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার প্রারম্ভিক পর্বে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ জানান, ইতোমধ্যে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে এবং কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে, তবে কিছু বিষয়ে দ্বিমত রয়ে গেছে। বিশেষ করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নীতিনির্ধারকদের কাছে কিছু বিষয়ে পুনর্বিবেচনার অনুরোধ এসেছে এবং পুনরায় আলোচনা করার সুযোগ আছে।

তিনি বলেন, আলোচনা টেবিলে অনেক বিষয় উঠে যেগুলো পুনর্বিবেচনা প্রয়োজন। এটি অব্যাহত রাখা হচ্ছে এবং আশা করা যায় পরবর্তী পর্যায়ের আলোচনায় আরও কিছু বিষয় মীমাংসা হবে। তিনি বলেন, দ্রুত এগিয়ে জাতীয় সনদ তৈরির লক্ষ্যে কাজ করছে কমিশন এবং প্রাথমিক আলোচনাগুলো আগামী ২-৩ দিনের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

আলী রীয়াজ আরও উল্লেখ করেন, দুই মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আন্তরিক আলোচনা চলছে। এই আলোচনার জন্য অনেক রক্তপাত সহ অনেক প্রাণ দিতে হয়েছে, তাদের প্রতি দায়বদ্ধ থাকা সবাইকে স্মরণ রাখতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবার প্রচেষ্টায় জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা নিশ্চয়ই সফল হবে।

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান। জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি (ভারপ্রাপ্ত) এ টি এম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ শিশির মনির।