ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ণ
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার তদন্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তরের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৮ মে) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। উপস্থিত ছিলেন আইইআরের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম এবং কয়েকজন ছাত্র প্রতিনিধি।

সাক্ষাৎ শেষে অধ্যাপক হোসনে আরা বেগম জানান, সাম্য হত্যার দ্রুত বিচার দাবি জানানো হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।

সাম্যর বন্ধু ও সহপাঠী নাহিয়ান ইসলাম বলেন, “মূল যে সাসপেক্ট—যিনি ছুরি চালিয়েছেন—তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তাকে গ্রেপ্তার করতে পারলে আমরা কিছুটা আশ্বস্ত হবো।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার কাজ চলমান রয়েছে এবং ডিবি এ মামলার তদন্তে দায়িত্ব পাবে।