বিশ্বরেকর্ড গড়ে এভারেস্ট জয় শাকিলের

বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হক শাকিল সি টু সামিট অভিযানে বিশ্বরেকর্ড গড়েছেন। তিনি পদযাত্রা করে সবচেয়ে কম সময়ে সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন। সোমবার (১৯ মে) বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সদস্য সাদিয়া সুলতানা শম্পা এই তথ্য নিশ্চিত করেন।
শাকিল ১৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দ্রুততম সময়ে এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন এবং নিরাপদে বেসক্যাম্পে ফিরে আসেন। তার এই অভিযানে বাংলাদেশের পাশাপাশি ভারতের গঙ্গাসাগর থেকে ১৯৯০ সালে অস্ট্রেলিয়ার পর্বতারোহী টিম ম্যাকার্টনি-স্নেপের রেকর্ডও ভাঙা হয়েছে।
২৫ ফেব্রুয়ারি কক্সবাজার ইনানি সমুদ্র সৈকত থেকে শুরু হওয়া এই অভিযানে শাকিল বাংলাদেশের গর্ব হিসেবে পরিবেশ সচেতনতা ও টেকসই সমাধানের গুরুত্ব তুলে ধরেছেন।
শাকিলের পূর্ববর্তী অর্জনের মধ্যে রয়েছে গ্রেট হিমালয়ান ট্রেইল সম্পন্ন করা, কেয়াজো-রি এবং হিমলুং পর্বতশৃঙ্গ জয়সহ বিভিন্ন প্রশিক্ষণ ও অভিযান।
আপনার মতামত লিখুন