যশোরে ব্যুরো বাংলাদেশের নতুন প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

যশোরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশের ১১তম প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে যশোর শহরের ঢাকা রোডের কাজীপাড়া এলাকায় এই প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধন করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জাকির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে শান্তির প্রতীক হিসেবে পায়রা উড়িয়ে ও রিমোটে ফিতা কেটে নতুন কেন্দ্রের যাত্রা শুরু হয়। এরপর মোনাজাতের মাধ্যমে সকলের কল্যাণ কামনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থাটির প্রতিষ্ঠাতা পরিচালক (অর্থ) এম মোশারফ হোসেন ও পরিচালক অপারেশন ফারমিনা হোসেন ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান। আলোচনা সভায় খুলনা বিভাগীয় ব্যবস্থাপক আল আমিন খান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাকির হোসেন। বিশেষ অতিথিরা ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক সিরাজুল ইসলাম, সহকারী পরিচালক মনিটরিং ও ইনভেস্টিগেশন খন্দকার মুখলেছুর রহমান, সহকারী পরিচালক প্রশাসন বিভাগ এরশাদ আলম, প্রশিক্ষণ বিভাগের প্রধান মেহনাজ আজিজ, যশোর এফএনবি সভাপতি আল মাসুদুর রহমান, জাগরনী চμ ফাউন্ডেশনের উপ নির্বাহী পরিচালক মেরিনা আক্তার, আর্স বাংলাদেশের নির্বাহী পরিচালক সামছুল আলম ও শিশু নিলয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাছিমা বেগম। এছাড়াও সংস্থার সদস্য সোমা রানি এবং যশোর আঞ্চলিক ব্যবস্থাপক সাইফুল ইসলাম অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন।
বক্তারা বলেন, ব্যুরো বাংলাদেশ দেশের উন্নয়নে অবিরত কাজ করে যাচ্ছে। নতুন প্রশিক্ষণ কেন্দ্রটি এ অঞ্চলের মানুষের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসহ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই কেন্দ্রের মাধ্যমে এ অঞ্চলের অগ্রযাত্রা আরো শক্তিশালী ও সুদূরপ্রসারী হবে। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি সেক্টরে সংস্থার কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান বক্তারা এবং সকলকে সংস্থাটির পাশে থাকার জন্য অনুরোধ করেন।
আপনার মতামত লিখুন