ভোলার লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ণ
ভোলার লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভোলার লালমোহন উপজেলার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক আবু তৈয়বের পদত্যাগের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বিক্ষোভে সাধারণ জনতা ও প্রাক্তন ছাত্ররাও অংশ নেন।

সোমবার (১৯ মে) বেলা ১১টায় বিদ্যালয়ের সামনে ভোলা-চরফ্যাশন মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সরকারি বিদ্যালয় হওয়া সত্ত্বেও বেসরকারি বিদ্যালয়ের মতো অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এছাড়া বিদ্যালয়ের ল্যাব ও অবকাঠামোগত জিনিসপত্র বিক্রি করে দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের বিরুদ্ধে বিদ্যালয়ের জমি বিক্রি ও লিজ দিয়ে টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে।

শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক সম্পর্কিত অভিযোগের পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে। তাদের পরিবার সম্পর্কিত রাজনৈতিক সংযোগের কারণে তারা ক্ষমতার অপব্যবহার করে বিদ্যালয়ের জমি ও বাজারের কিছু জায়গা বিক্রি করেছেন। গত ৫ আগস্ট থেকে জনরোষের কারণে ওই দুই শিক্ষক পলাতক রয়েছেন। এর আগেও তাদের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে এবং অভিযোগ মিথ্যা।

সহকারী প্রধান শিক্ষক আবু তৈয়বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার কথা। তদন্তে অনিয়ম পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।