ময়মনসিংহ মোটর মালিক সমিতির কার্যালয়ে উত্তেজনা, পুলিশ মোতায়েন

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে সোমবার সকাল থেকে বিরাজ করছে চরম উত্তেজনাকর পরিস্থিতি। সমিতির নেতৃত্ব ও সদস্যদের মধ্যে চলমান অভ্যন্তরীণ দ্বন্দ্ব হট্টগোল ও বাগ্বিতণ্ডার মাধ্যমে একপর্যায়ে ধাক্কাধাক্কি ও চেয়ার ছোড়াছুড়িতে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছিল। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোতোয়ালি মডেল থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে কার্যকর পদক্ষেপ নেয়।
ঘটনাস্থলে থাকা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি। উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
জানা গেছে, সম্প্রতি সমিতির নেতৃত্ব নির্বাচন নিয়ে তৈরি হওয়া অভ্যন্তরীণ জটিলতা ও বিভিন্ন জল্পনা-কল্পনা থেকেই উত্তেজনার সূত্রপাত হয়।
পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কার্যালয়ের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
আপনার মতামত লিখুন