দুর্নীতি দমন কমিশনের (দুদক) ডাকে উপস্থিত হননি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক পিও তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ণ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ডাকে উপস্থিত হননি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক পিও তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসান

ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ে মঙ্গলবার (২০ মে) হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার কথা ছিল স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানের। তবে তারা কেউই হাজির হননি।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, তলবকৃত দুই ব্যক্তি সময় বাড়ানোর কোনো আবেদনও করেননি। দুদক তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছিল, কিন্তু তারা তা গ্রহণ করেননি। তাদের অনুপস্থিতির কারণে অনুসন্ধান বন্ধ থাকবে না এবং দুদকের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে অনুসন্ধান অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ে অনুসন্ধান শেষে প্রতিবেদন জমা দেয়া হবে এবং তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ১৫ মে তাদের তলব করে চিঠি দেয়া হয়েছিল। এছাড়া ২১ ও ২২ মে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর ও যুব ও ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল যুব অধিকার পরিষদ দুর্নীতি অনুসন্ধান দাবি করে দুদকে স্মারকলিপি জমা দেয়। এছাড়া হাইকোর্টের দুই আইনজীবীও দুদকে একই ধরনের অভিযোগ দাখিল করেন। এই অভিযোগের সঙ্গে স্বাস্থ্য উপদেষ্টার পিও ডা. মাহমুদুল হাসানের নামও রয়েছে।

গত ২২ এপ্রিল যুব ও ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেন পদত্যাগ করেছেন। এর আগে স্বাস্থ্য উপদেষ্টার পিও তুহিন ফারাবিকে দুর্নীতির অভিযোগে অব্যাহতি দেয়া হয়। এছাড়া মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদন্তের আবেদন করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজেই।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। তার বিরুদ্ধে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বই ছাপানোর কাগজ কেনায় দুর্নীতির অভিযোগ উঠেছে।