পবিত্র ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ণ
পবিত্র ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে

আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহার দিনকে কেন্দ্র করে বাংলাদেশ রেলওয়ে আজ (২১ মে) থেকে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। যাত্রীদের যাত্রা সহজ করতে প্রথমদিন (৩১ মে) থেকে ট্রেনের আসন বিক্রি করা হবে। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে, আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে।

এবার ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য আন্তঃনগর ট্রেনের মোট ৩৩,৩১৫টি আসন নির্ধারিত রয়েছে।

রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগের সাত দিনের টিকিট নির্দিষ্ট দিনে বিক্রি হবে:

  • ৩১ মে’র টিকিট বিক্রি: ২১ মে
  • ১ জুনের টিকিট বিক্রি: ২২ মে
  • ২ জুনের টিকিট বিক্রি: ২৩ মে
  • ৩ জুনের টিকিট বিক্রি: ২৪ মে
  • ৪ জুনের টিকিট বিক্রি: ২৫ মে
  • ৫ জুনের টিকিট বিক্রি: ২৬ মে
  • ৬ জুনের টিকিট বিক্রি: ২৭ মে

রেলওয়ে জানিয়েছে, এই সাত দিনের জন্য টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি হবে এবং এই টিকিটগুলো ফেরত দেওয়া যাবে না। প্রতি টিকিটপ্রত্যাশী সর্বোচ্চ চারটি আসনের টিকিট একসঙ্গে ক্রয় করতে পারবেন।