নৌবাহিনী প্রধানের বিমানবাহিনী একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২৫ অনুষ্ঠানে বক্তব্য

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫, ৫:৫৬ অপরাহ্ণ
নৌবাহিনী প্রধানের বিমানবাহিনী একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২৫ অনুষ্ঠানে বক্তব্য

বুধবার (২১ মে) সকাল বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২৫ অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সেনা, নৌ ও বিমানবাহিনীর মধ্যে সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় রয়েছে। এই সুসম্পর্ক ধরে রেখে ভবিষ্যতে আগত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

এডমিরাল নাজমুল হাসান আরও বলেন, গত জুলাই মাসের অভ্যুত্থানে দেশের শৃঙ্খলা পুনরুদ্ধারে যৌথ বাহিনীর সঙ্গে বিমান বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ অবদান ছিল। এছাড়াও বিমান বাহিনীর প্রশিক্ষণ ও সিমুলেটর ব্যবস্থাকে উন্নত করা হয়েছে, যেখানে বিদেশি প্রশিক্ষণার্থীরাও অংশ নিচ্ছেন।

তিনি শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনীর সক্রিয় ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে দেশের সংকটকালীন সময়েও সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নবীন অফিসারদের মধ্যে ট্রফি বিতরণ ও ব্যাজ পড়িয়ে দেওয়া হয়। ৮৬তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি-২০২৫ আলফা কোর্সের ৪৫ জন ক্যাডেট কমিশনপ্রাপ্ত হন। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দেশের সামরিক অ্যাটাশে এবং নবীন কর্মকর্তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।