এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও চেয়ারম্যান অপসারণ দাবিতে অসহযোগ কর্মসূচি ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫, ৬:০২ অপরাহ্ণ
এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও চেয়ারম্যান অপসারণ দাবিতে অসহযোগ কর্মসূচি ঘোষণা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিল এবং এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণসহ চার দফা দাবিতে অসহযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। বুধবার (২১ মে) দুপুরে আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন পরিষদের নেতারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, আন্দোলনের যৌক্তিকতা থাকা সত্ত্বেও এনবিআরের চেয়ারম্যান সরকারের নীতিনির্ধারকদের কাছে পরিস্থিতি আড়াল করেছেন, যার ফলে বিষয়টি সংকটময় অবস্থানে পৌঁছেছে। তারা অভিযোগ করেন, এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারি এবং রাজস্ব সংস্কারে গোপনীয়তা অবলম্বন করা হয়েছে।

চার দফা দাবির মধ্যে রয়েছে:

  1. এনবিআর বিলুপ্তির জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে।
  2. এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে দ্রুত অপসারণ করতে হবে।
  3. রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
  4. প্রস্তাবিত খসড়া ও সুপারিশ সবার মতামতের ভিত্তিতে যাচাই-বাছাই করে টেকসই রাজস্ব ব্যবস্থার সংস্কার নিশ্চিত করতে হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী:

  • ২২ মে (বৃহস্পতিবার): প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ ও সারাদেশে স্ব স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি। রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মসূচির আওতামুক্ত থাকবে।
  • ২৪ ও ২৫ মে: কাস্টমস হাউস ও এলসি স্টেশন ব্যতীত সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি। কাস্টমস হাউসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি।
  • ২৬ মে থেকে: আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।

পরিষদ নেতারা বলেন, সরকারের সঙ্গে আলোচনার দরজা এখনও খোলা রয়েছে, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।