রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে মন্তব্য নয়, নির্বাচন আয়োজনই দায়িত্ব: ইসি সানাউল্লাহ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫, ৬:০৪ অপরাহ্ণ
রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে মন্তব্য নয়, নির্বাচন আয়োজনই দায়িত্ব: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রশ্ন তোলার প্রেক্ষিতে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কমিশন কোনো মন্তব্য করতে চায় না। বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সানাউল্লাহ জানান, নির্বাচন কমিশন তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে এবং ভবিষ্যতেও করবে। এনসিপির জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবির প্রসঙ্গে তিনি বলেন, কোন নির্বাচন আগে হবে, কোনটা পরে হবে— এ সিদ্ধান্ত কমিশনের নয়। এটি সরকারের এখতিয়ার। নির্বাচন কমিশনের কাজ হলো নির্বাচন আয়োজন করা, সে অনুযায়ী তারা প্রস্তুত থাকে।

প্রার্থিতা বাতিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব নয়। এগুলো বিধিমালা ও প্রবিধানের মাধ্যমে নির্ধারিত হবে। নির্বাচনী প্রচারে নির্বাচন কমিশনের অধীনে কোনো পাইলট প্রকল্প চালুর বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে, তবে চূড়ান্ত করতে কিছুটা সময় লাগবে।

সানাউল্লাহ আরও বলেন, কমিশন রাজনৈতিক বিতর্কে না গিয়ে তার সাংবিধানিক দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ এবং নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে।