জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের ফ্যাসিবাদবিরোধী পক্ষগুলোর প্রতি নতুন বার্তা
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৫:২০ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার (২২ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি ফ্যাসিবাদবিরোধী সকল পক্ষকে মান, অভিমান ও ক্ষোভ একপাশে রেখে জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিক অনুরোধ জানিয়েছেন। তিনি সবাইকে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা প্রদর্শন করার আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান আরও লিখেছেন, আল্লাহ তায়ালা এই জাতিকে সাহায্য করুন এবং সব ধরনের ক্ষতি ও বিপদ থেকে রক্ষা করুন। এছাড়াও তিনি আগের একটি স্ট্যাটাসে জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বলেছেন, সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা গ্রহণ করলেই জাতি উপকৃত হবে। তিনি জোর দিয়ে বলেন, নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না।
আপনার মতামত লিখুন