রাশেদ খানের হুঁশিয়ারি: ‘নির্বাচন করার জন্য ক্ষমতায় বসিনি, পার পাওয়া যাবে না’

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৮:২৯ অপরাহ্ণ
রাশেদ খানের হুঁশিয়ারি: ‘নির্বাচন করার জন্য ক্ষমতায় বসিনি, পার পাওয়া যাবে না’

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘নির্বাচন করার জন্য ক্ষমতায় বসিনি’ বলে পার পাওয়া যাবে না।

তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে, অন্যথায় জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে।

শুক্রবার পল্টনের আল রাজী কমপ্লেক্সের সামনে যুব অধিকার পরিষদের আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, “আমরা আপনাদের সময় দিয়েছিলাম। নয় মাস কেটে গেছে, দশ মাস চলছে। এখনো গণহত্যার বিচার হয়নি, রাষ্ট্র সংস্কারের কাজ শুরু হয়নি। বরং নিজেদের আখের গোছানো, সম্পদ অর্জন আর আওয়ামী লীগের লুটেরাদের সম্পদ পাহারা দেওয়াতেই ব্যস্ত ছিলেন আপনারা।”

তিনি দাবি করেন, সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। তিনি সতর্ক করে বলেন, “এখন বলবেন না, আমরা তো নির্বাচন করার জন্য আসিনি। এই কথা বললে চলবে না, পার পাওয়া যাবে না।”

রাশেদ খান আরও বলেন, অন্তর্বর্তী সরকার গত দশ মাসে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। তিনি অবিলম্বে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে যুব অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন।