“দেশের উন্নয়নের স্বার্থে সবাই বিএনপিকে বেছে নেবে”: নজরুল ইসলাম খান

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ণ
“দেশের উন্নয়নের স্বার্থে সবাই বিএনপিকে বেছে নেবে”: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, “অনেক দল অনেক কিছু বলবে। কিন্তু তাদের অতীত ইতিহাস দেখেই তাদের বিশ্বাস করতে হবে। দেশের অধিকতর উন্নয়নের স্বার্থে জনগণ সবার আগে বিএনপিকেই বেছে নেবে।”

শুক্রবার বগুড়ার হোটেল মম ইন কনভেনশন হলে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “দেশে উন্নয়ন হয়েছে ঠিকই, তবে সেটা সবার জন্য হয়নি। গত ১৫ বছরে দেশে গণতন্ত্র থাকলেও সেটা সবার জন্য ছিল না। সব স্তরের কাঠামো ভেঙে দেওয়া হয়েছিল। আমরা সেই ভাঙা কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা ঘোষণা করেছি। এটা বাস্তবায়ন করতে হলে সবার সহযোগিতা দরকার।”

উৎপাদন ও টেকসই উন্নয়নে বিএনপির বিশ্বাসের কথা জানিয়ে নজরুল ইসলাম বলেন, “আমাদের রাজনীতি কিছু বন্ধ করার নয়। সরকারে এলে বন্ধ হয়ে যাওয়া ২৫টি পাটকল আবার চালু করবে বিএনপি। সেইসঙ্গে শ্রমিকদের সকল বকেয়া পরিশোধ করা হবে।”

সেমিনারে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ববি হাজ্জাজ, অস্ট্রেলিয়ার ওয়াটার স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট ড. ফয়সাল কবীর শুভ, গণমাধ্যমকর্মী কাজী জেসিন, আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ড. রিদওয়ানুল হক, এইচআর বিশেষজ্ঞ শারমিন সুলতানা জয়া এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জুলকারনাইন জাহাঙ্গীর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু ও মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু (রংপুর), শাহীন শওকত (রাজশাহী), প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, পল্লী উন্নয়ন সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক একেএম ওবায়দুর রহমান চন্দন ও অধ্যাপক আমিনুল ইসলাম (রংপুর), সাবেক ক্রীড়া সহ-সম্পাদক রায়হান আমিন রনি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, গাইবান্ধা জেলা সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, জাতীয় নির্বাহী সদস্য জিএম সিরাজ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ অন্যান্য নেতারা।