অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস: সব প্রতিবন্ধকতা কাটিয়ে দায়িত্ব পালন করতে হবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস: সব প্রতিবন্ধকতা কাটিয়ে দায়িত্ব পালন করতে হবে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব সব প্রতিবন্ধকতা কাটিয়ে পালন করতে হবে। শনিবার (২৪ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠকে প্রধান উপদেষ্টা এ বক্তব্য দেন।

পরিকল্পনা উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা পরিষ্কার করেছেন যে তিনি পদত্যাগ করবেন না এবং অর্পিত দায়িত্ব থেকে সরে আসবেন না। এই দায়িত্ব পালনই দেশের বহু বছরের ভবিষ্যৎ নির্ভর করবে।
বৈঠকটি সকাল ১১টায় একনেক সভা দিয়ে শুরু হয়ে দুপুর ২টা ২০ মিনিটে শেষ হয়। একনেকে ১০টি প্রকল্প অনুমোদিত হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে শুধুমাত্র উপদেষ্টারাই অংশ নেন; অন্য কেউ উপস্থিত ছিলেন না।
একনেক সভার পর সরকারি কর্মকর্তারা কক্ষ ত্যাগ করেন এবং আজকের মতো কোনো ব্রিফিং হয়নি।