দুর্নীতি অভিযোগে নিজেই দুদকে অনুসন্ধানের আবেদন করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫, ৮:০১ অপরাহ্ণ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তিনি সততা, দায়বদ্ধতা ও সুশাসনের এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে চান। নিজেই দুর্নীতি দমন কমিশন (দুদক)-কে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের অনুরোধ জানিয়ে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সহযোগিতার নির্দেশ দিয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘দুর্নীতিতে কেউ যেই হোক জড়ালে রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এটি আমাদের নতুন বাংলাদেশের অঙ্গীকার।’ আসিফ মাহমুদ অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করে, সত্য উদঘাটনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
আপনার মতামত লিখুন