আগামী ৩০ জুনের মধ্যে সংসদ নির্বাচন হবে প্রধান উপদেষ্টার অধীনে
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫, ৮:০৪ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী বছরের ৩০ জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তিন দলের বৈঠকের পর এই তথ্য জানান তিনি।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার অবস্থান অনুযায়ী ডিসেম্বর থেকে ৩০ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জামায়াত ও এনসিপি এই সিদ্ধান্তকে সমর্থন করেছে। তিন দলই চান প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হোক।
এছাড়া এনসিপি স্থানীয় সরকার নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেছে এবং গতকালকের সব নির্বাচন অবৈধ ঘোষণা করার দাবি তুলেছে। প্রেস সচিব জানান, বিএনপি, জামায়াত ও এনসিপি তিন দলই প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, বরং তার নেতৃত্বে নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছে।
আপনার মতামত লিখুন