নির্বাচন ও সংস্কারে স্পষ্ট রোডম্যাপ চাইল জামায়াতে ইসলামী

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫, ৮:২২ অপরাহ্ণ
নির্বাচন ও সংস্কারে স্পষ্ট রোডম্যাপ চাইল জামায়াতে ইসলামী

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কার–উদ্যোগের একটি স্পষ্ট রোডম্যাপ চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার রাত সাড়ে ৯টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, “আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি। দেশের রাজনৈতিক সংকট নিরসন ও একটি গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে আমরা নির্বাচন এবং কাঠামোগত সংস্কার বিষয়ে একটি পরিষ্কার রোডম্যাপ চেয়েছি।”

তবে বৈঠকে আলোচনার নির্দিষ্ট কোনো প্রস্তাব বা প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে প্রকাশ করেননি তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা বলেছি, দুইটা বিষয় স্পষ্ট করা দরকার। একটা হলো, নির্বাচন কবে হবে? আপনি যে সময়সীমা দিয়েছেন, তার মধ্যেই যেন জনগণের বড় ধরনের কোনো ভোগান্তি ছাড়াই একটি সুবিধাজনক সময়ে নির্বাচন সম্পন্ন হয়। দ্বিতীয়ত, এই নির্বাচনের আগে সংস্কার এবং বিচারের কিছু দৃশ্যমান প্রক্রিয়া জনগণের সামনে আসা জরুরি।”

তিনি আরও বলেন, “সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, তবে তা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে। অবশ্য সব সংস্কার এখনই করা সম্ভব নয়, তবে অন্তত পাঁচটি সুনির্দিষ্ট বিষয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা সন্তোষজনকভাবে নিষ্পত্তি করা দরকার।”

উপদেষ্টাদের পদত্যাগ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তারা কারও পদত্যাগ চাননি।